দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কথিত তাছের পীরের দরবার শরীফে হত্য, নারী নির্যাতন ও জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে তাছেরের ফঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষদ্ধ এলাকাবাসী।
১৪ জানুয়ারী শুক্রবার বাদ জুম্মা আল্লারদর্গা বাজারে বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষীণ করে এবং মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা কুক্ষাত ডাকাত, রাশেদ খুনের আসামী,ভূমি দস্যু ও ইসলামের বিকৃতিকারী কথিত পীর তাছেরের নানা অপকর্মের দৃষ্টান্ত তুলে ধরে বক্তব্য রাখেন এবং ফাঁসির দাবী করেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি