দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুর মথুরাপুর দরগাতলা পাড়া হতে মোঃ ছানোয়ার হোসেন (৪০) এর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসি জানায় ২৫ জানুয়ারী মঙ্গলবার বিকেলে মথুরাপুর দরগাতলা পাড়া হতে মোঃ ছানোয়ার হোসেন (৪০) এর মরাদেহ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। মৃত ছানোয়ার হোসেন রাজশাহী জেলার মোহনপুর উপজেলার খাঁড়তা গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে। মথুরাপুর দরগাতলায় বিধবা মোছাঃ রিনা পারভিন স্বামী মারা যাবার পর বাবা মৃত গোলাম মিয়ার জমিতে বাড়ি করে বসবাস করতো, জানাগেছে মোবাইলে ছানোয়ারের সাথে রিনার প্রেমের সম্পর্ক হয়, ছানোয়ার হোসেন রাজশাহী থেকে মাঝেমাঝে বেড়াতে আসতো, এ বিষয় নিয়ে রিনার সাথে ভাই-বোনসহ আত্বীয় স্বজনদের ভাল সম্পর্ক ছিলনা। ঐ দিন ঘরের দরজা বন্ধ দেখে এলাকাবাসি দৌলতপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থানে পুলিশ এসে ভেতর থেকে দরজা বন্ধ থাকায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে, ছানোয়ার হোসেন এর মৃতদেহ ঘরের চালে বাঁশের সাথে গলায় উড়না পেচিনো ঝুলতে দেখে। দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এস.আই অরুণ কুমার জানান গতকাল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে এবং পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ও একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ দুজনকে আটক করেছে। আটতকৃতরা হলেন মথুরাপুর দর্গাতলার মৃত গোলাম মিয়ার মেয়ে মোছাঃ রিনা পারভিন (৩৮) ও ছেলে পারভেজ (২২) কে। সর্বশেষ জানাগেছে ছানোয়ারের লোকজন বুধবার দৌলতপুরে আসে এবং একটি এজাহার দায়ের করেছে,তথ্য যাচায় বাছায় করে আটককৃতদের কোর্টে সোপার্দ্দ করা হবে।