দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তে ৮ কেজি গাঁজাসহ বিজিবি’র হাতে আবুল কাশেম (৪০) নামে একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে, অপরদিকে বিএসএফ’র গুলিতে আহত হয়েছে জলু (৩৮) নামে একজন মাদক ব্যবসায়ী বলে জানাগেছে। গত ৪ ফেব্র“য়ারী শুক্রবার রাত ২টার দিকে মাদক ব্যবসায়ী এলাকার জামালপুর ভাঙ্গা পাড়া গ্রামের মৃত নঈমুদ্দীনের ছেলে আবুল কাশেম কে ভারত থেকে ৮ কেজি গাঁজা নিয়ে পার হয়ে আসর পর ভাঙ্গা পাড়া সিমান্তে গ্রেফতার করে বিজিবি। বিজিবি জানায় ঐ দিন রাত ২ টার দিকে ঠুটার পাড়া ক্যাম্পের হাবিলদার বজলুর রহমানের নেতৃত্বে টহল দল তাকে আটক করে। এ ব্যপারে মাদক আইনে থানায় মামলা হয়েছে।
অপর একটি ঘটনায় এলাকাবাসী সূত্রে জানাগেছে পাকুড়িয়া দহপাড়া গ্রামের পটলের ছেলে জলু মাদক নিয়ে দেশে ফেরার পথে শুক্রবার রাত ২টার দিকে ভাগজোতের ইনসাফ নগর সিমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে, তার হাতে গুলি বিদ্ধ হয়েছে, সে গোপনে চিকিৎসা নিচ্ছে। তার বাড়ীতে খোঁজ নিলে বা তদন্ত করলে প্রকৃত ঘটনা পাওয়া যাবে।