দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়া দৌলতপুরের ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজ চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ইয়াকুব আলীসহ ৫ জাসদ নেতার ২৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার(১৬ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার সময় ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজ চত্বরে শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট এর সভাপতি শরিফুল কবির স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭৫কুষ্টিয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য আ:কা:ম: সরওয়ার জাহান বাদশাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপন, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ফিলিপনগর মরিচা কলেজের সভাপতি ইলিয়াস হোসেন, অধ্যক্ষ আব্দুল মান্নানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শহীদ ইয়াকুব আলীর সন্তান ইউসুফ আলী রুশো।
উল্লেখ্য ১৯৯৯ সালের এ দিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তৃতা করার সময় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মন্ডল।
অপরদিকে কাজী আরেফ পরিষদ, কুষ্টিয়া জেলা জাসদ ও শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশন পৃথকভাবে স্মরণসভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি