দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেছেন রাকাত নামের এক লম্পট। রাকাত উপজেলার বেগুনবাড়ীয়া গ্রামের নিপার মন্ডলের ছেলে। দৌলতপুর থানায় অভিযোগ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে রাকাত ও তার পরিবারের লোকজন বৃহস্পতিবার ওই গৃহবধুর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং দু’জনকে আহত করে।
এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্ররুয়ারী) দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত রাকাত পেশায় একজন ভুষিমাল ব্যবসায়ী।
জানা গেছে, গত ১৬ ফেব্ররুয়ারী দিনগত রাত ৩টার সময় পার্শবর্তী জয়রামপুর এলাকার মানিক পীরের আস্তানায় ওয়াজ মাহফিল শুনে বাড়ী ফেরার সময় জয়রামপুর বৈরতলা নামক স্থানে পৌছালে আগেথেকে ওৎ পেতে থাকা উপজেলার বেগুনবাড়ীয়া গ্রামের নিপার মন্ডলের ছেলে রাকাত একই গ্রামের ওই গৃহবধু (৩২) কে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার সাথে থাকা ছোট ছোট দুই মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রাকাত পালিয়ে যায়। পরে গৃহবধুর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং দু’জনকে আহত করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, ভিকটিম নিজেই থানায় এসে অভিযোগ করেছেন । আমারা প্রাথমিক তদন্ত করেছি , আরো অধিকতর তদন্ত করে মামলাটি রেকর্ড করা হবে। বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি