দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২০ ফেব্রুয়ারী রবিবার রাত ১২টা থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলায় জড়ো হতে থাকেন নানা শ্রেণি-পেশার মানুষ। বিভিন্ন এলাকার মানুষের গন্তব্য ছিল উপজেলা পরিষদ চত্ত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার।
২১ ফেব্র“য়ারী রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে স্থানীয় সংসদ সদস্য আ. ক. ম. সরোয়ার জাহান বাদশাহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শরিফ উদ্দিন রিমন, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনসহ দলীয় নেতৃবৃন্দ।
এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জাব্বার, দৌলতপুর থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ জাবিদ হাসান পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাদের সাথে ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দৌলতপুর থানার পুলিশ কর্মকর্তারা। মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও আব্দুল জাব্বার।
এ ছাড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েলের নেতৃত্বে জাতীয় পার্টি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে যুবলীগ, দৌলতপুর প্রেসক্লাব সভাপতি অ্যাড. এমজি মাহমুদ মন্টুর নেতৃত্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মানজারুল ইসলাম খোকনের নেতৃত্বে রিপোর্টার্স ক্লাব ও আল্লারদর্গা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণকরেন।
দৌলতপুর মডেল কলেজ, উপজেলা শিল্পকলা একাডেমি, বঙ্গবন্ধু পরিষদ, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়,খন্দকার এম.একাডেমী, নাসির উদ্দীন বিশ্বাস বালিকা বিদ্যালয়সহ এলাকার স্কুল কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। শহিদ মিনারে পুস্প স্তবক অর্পন, কাল ব্যাচ ধারন, র্যালী, আলোচনা সভা দোয়া মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি