দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা আব্দুল হান্নান এর সভাপতিত্বে টি.আর. প্রকল্পের আওতায় ২০২১/২০২২ অর্থ বছরের অর্থায়নে বুধবার দুপুরে ৯২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ( বাইসাইকেল) বিতবণ অনুষ্ঠিত হয়েছে ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি টিপু নেওয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯২ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বাই সাইকেল বিতরন করেন।