দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীরীগ এর আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নানা কর্মসুচী পালন করা হয়। সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু‘র ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার এর সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের দিক নির্দেশনা মুলক ভাষণের ওপর আলোকপাত করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: এজাজ আহমেদ মামুন। ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, কাওসার আলী, হায়দার আলী, ওসি তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।