দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দরিদ্র জনগোষ্ঠির মধ্যে সাশ্রয়ীমূল্যে বিশেষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি‘র পণ্য বিক্রয় শুরু হয়েছে। সারা দেশের ন্যায় প্রথমদিন দৌলতপুর উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় একযোগে এ কার্য়ক্রম শুরু হয়।
সকালে উপজেলার মথুরাপুর ইউপি’র তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার জানান, উপজেলায় ১৪ ইউনিয়নের বিশেষ ফ্যামিলি কার্ডের সংখ্যা সাড়ে ১৯ হাজার। এর মধ্যে প্রথম দিন ৬ টি ইউনিয়নের ৬ টি স্পটে প্রায় ৩১‘শ মানুষ কে স্বল্পমূল্যে টিসিবি‘র পণ্য দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল কার্ডধারীকে এ পণ্য দেয়া হবে। উপস্থিত জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, প্রয়োজনের তুলনায় এই উপজেলায় প্রাপ্ত কার্ডের সংখ্যা অনেক কম। তাই অনেক দরিদ্র অসহায় মানুষ এ সেবার বাইরে থেকে যাবে।