দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়, ২৬ মার্চ শনিবার সকাল ৬.১৪ থেকে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তেলন, সালাম গ্রহণ এবং শিক্ষার্থীদের শারিরিক কসরত প্রদর্শণ করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল জব্বার এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ এজাজ আহমেদ মামুন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, কাউসার হোসেন, এ সময় দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন সহ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া উপজেলার গোয়ালগ্রাম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র্যালী ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।