আহসানুল হক,দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে সকাল ৬ টা তপধ্বনীর মধ্যো দিয়ে দিবসটি শুরু হলেও শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময়ে অনিয়ম হওয়াতে অনেকে অসন্তোষ প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের আমন্ত্রণ পত্রে সকাল ৬ টা ৩০ মিনিটে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের কথা থাকলেও ৬ টা ১৪ মিনিটে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষ করেন উপজেলা প্রশাসন। এমন অনিয়ম নিয়ে উপজেলা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেন। সকাল ৮ টার পর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও সকাল ৭ টার সময় কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল নেতা কর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের এক অংশ সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর নেতৃত্বে নেতা কর্মীদের নিয়ে সকাল ৮ টা ৩০ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু ম্যুুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এ সময় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ নেতা কর্মীদের নিয়ে উপজেলা চত্বরে প্রবেশ করলে দুই গ্রুপের কর্মীদের মাঝে হাতা হাতি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত অনুরোধ কওে সাবেক সংসদ রেজাউল হক চৌধূরীকে চলে যেতে বলেন। সংসদ আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ শত শত নেতা কর্মী নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি