দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউপির ফারাক পুর ভাঙ্গা পাড়া গ্রামে ৫ ম শ্রেনীর ছাত্রী কে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ সুত্রে জানা যায়, গত শনিবার রাত ৭, ৩০ মিনিটে উপজেলার ৪ নং মরিচা ইউপির ফারাক পুর ভাঙ্গা পাড়া গ্রামের দিন মজুর সাইদুল ইসলামের মেয়ে চর নিয়ামত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেনীর ছাত্রী বাড়ির পাশে গম মাড়ায় করা দেখছিল। প্রতি বেশি বাবুল মন্ডলের লম্পট ছেলে কাউসার (২০) সেখান থেকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে, ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। তার ডাক চিতকারে লোকজন এগিয়ে তাকে রক্তাত অবস্থায় উদ্ধার করে রাতারাতি দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দৌলতপুর থানায় তার মা নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। থানা পুলিশ রবিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মেডিকেল সম্পন্ন করেছেন। আদালতে তার জবান বন্দি রেকর্ড করেছেন।