দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলপুরে উপজেলা প্রশাসনের উদ্যেগে বাংলা নববর্ষ ১৪২৯, পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহৎস্পতিবার সকাল ১০ টায় ব্যানার সহ মঙ্গল শোভাযাত্রা এবং শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল জাব্বারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন এ্যাডভোকেট এজাজ আহম্মেদ মামুন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যন মোঃ সাক্কির আহম্মেদ ও সোনালী খাতুন আলো। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ আব্দুল হান্নান, এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিতে ছিলেন, পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিলিপারা সংগীত পরিবেশন করে।