দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আল্লার দর্গায় আদ-দ্বীন ওয়েল ফেয়ার এর আয়োজনে ১৬ এপ্রিল শনিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আদ-দ্বীন আল্লার দর্গা শাখার ব্যবস্থাপক মো: ওমর ফারুক এর সভাপতিত্বে ,প্রধান অতিথি মৌলানা মশিউর রহমান, বিশিষ অতিথি আল্লার দর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীনের উপস্থিতিতে, আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ, মসজিদের মুসল্লিগণ,আমন্ত্রিত অতিথি। ইফতার মাহফিলে দেশের সুখ ও সমবৃদ্ধি কামনা করে দোয়া করা হয়, অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপার ভাইজার আব্দুর রহমান।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি