দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দু:খিপুর গ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এদিকে এলাকার দৌলতপুর ইউপি সদস্য নাসিরুল গৃহবধুকে হত্যার অভিযোগটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। এলাকাবাসী জানায় ২১ এপ্রিল বিকেল সাড়ে ৩টার সময় এলাকার দু:খি পুর গ্রামের আবুবক্করের স্ত্রী দুই সন্তানের জননী জরিনা (৪০)কে পারিবারিক কোলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখে। বিষয়টি এলাকায় জানাজানি হলে, এরাকাবাসী পুলিশকে খবর দেয়. পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সামান্য ঘটনার জেরে নির্মম অত্যাচারের পর গৃহবধুকে হত্যা করে স্বামী এলাকাবাসীর অভিযোগ। সে বাক্কার কুদো’র স্ত্রী এবং একই এলাকার বিশ্বাসপাড়া গ্রামের আইউব বিশ্বাসের মেয়ে। দৌলতপুর থানা পুলিশ স্বামীর ঘর থেকে ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্বজনদের দাবি ঐ গৃহবধুকে স্বাস রোধ করে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। দৌলতপুর থানার ওসি এস.এম. জাবিদ হাসান জানান, জরিনা নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে, তবে লাশের ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে ওই গৃহবধুকে হত্যা করা হয়েছে না আত্ম হত্যা। এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।