দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ এপ্রিল)দৌলতপুর উপজেলার তারাগুনিয়াস্থ ব্র্যাক কার্যালয়ের কনফারেন্স রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আল্লাহ তাআলা বলেন, সিয়াম শুধুমাত্র আমার জন্যই; এবং আমিই তার প্রতিদান দিব। বান্দা আমার জন্যই তার কামনা-বাসনা ও পানাহার ত্যাগ করে। রোজাদারের দু’টি আনন্দ। একটি ইফতারির সময় আর অপরটি কেয়ামাতে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়।
মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ব্র্যাক দৌলতপুর শাখার এলাকা ব্যাবস্থাপক (দাবী) রাজু আহমেদ, এলাকা ব্যাবস্থাপক (প্রগতি) জামাল উদ্দিন, উপজেলা হিসাব ব্যাবস্থাপক সন্জয় কুমার সরকার, এলাকা ব্যাবস্থাপক (এইচএনপিপি) আব্দুল জলিল, শাখা ব্যাবস্থাপক আবুল কালাম আজাদসহ ব্র্যাকের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।