দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা, মদ, ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বুধবার রাত অনুমানিক ১১ টার দিকে এস আই সুফল সঙ্গীয় অফিসার নিয়ে এক অভিযান পরিচালনা করলে ঢাকা গামী সুপার সনি বাস কাউন্টারের সামনে থেকে চার বোতল মদ ও ৬১ বোতল ফেন্সিডিল সহ হুলুদবাড়ীয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে শামিম রেজাকে আটক করে।
পরে দৌলতপুর থানা পুলিশের আর একটি অভিযানে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রোকনুজ্জামান, এ এস আই আল আমিন সহ সঙ্গীয় অফিসার নিয়ে হোসেনাবাদ লালদহ মাঠে অভিযান পরিচালনা করে বিলগাথুয়া গ্রামের সমেদের ছেলে জুয়েল কে ১ কেজি গাঁজা সহ আটক করে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা, মদ, ফেনসিডিল উদ্ধার হয়েছে। মাদক আইনে মামলা প্রস্তুতি চলছে
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি