দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউপির হরিনগাছি গ্রামে আবাদি জমিতে মাটি কাটার দায়ে ভুমি মালিক কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাযায়, শনিবার সকালে আবাদি জমিতে মাটি কাটা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল জব্বার ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ভুমি মালিক সজিবুল ইসলামের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।