খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনা গ্রামে গাছের ডাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকাবাসীর ধারণা ঋণের দায় থেকে মুক্তি পেতে বৃদ্ধের আত্বহত্যা । জানাগেছে ১১ মে বুধবার সকালে চামনা এলাকার মাঠের মধ্যে গাছের ডাল থেকে এলাকার চামনা গ্রামের মৃত আমির সর্দ্দারের ছেলে ২ কন্যা সন্তানের জনক হামিদুল সর্দ্দার (৫০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। এলাকাবাসী প্রাথমিক ভাবে ধারণা করছে, সে বিভিন্ন এন.জি.ও গ্রামের নানা রকম ঋণ-দেনা, স্ত্রীর চিকিৎসাসহ সংসারের দৈন-দশা থেকে মুক্তি পেতে সে আত্বহত্যা করেছে। দৌলতপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে সুরত হাল রেকর্ড করে ঘটনার সত্যতা পেয়ে, কোন প্রকার অভিযোগ না থাকায়, লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি