খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজার এলাকায় পূর্ব শত্র“তার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরে ধারাল অস্ত্রের আঘাতে জাসদের যুব সংগঠন যুবজোটের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহাবুব খান সোবহানী সালাম (৩৮) নিহত হয়েছে।
সে পার্শ্ববর্তী আমদহ গ্রামের এনামুল হক ওরফে আলাউদ্দিনের ছেলে। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মাহাবুব খান সোবহানী সালাম আল্লারদগা বাজারের বয়েন সুপার মার্কেটের কাছ থেকে ভ্যানযোগে আমদহ গ্রামে বাড়ি ফিরছিল।
সে আল্লারদর্গা মাষ্টার পাড়ার কাগজ ব্যবসায়ী মাসুদের বাড়ির নিকট পৌছালে ২০/২৫ জন সন্ত্রাসী তাকে ঘিরে রামদা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় সালামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ১ টার দিকে সে মারা যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্ত ক্ষরনের কারণে তার মৃত্যু হয়েছে।
মাহাবুব খান সোবহানী সালাম এর পিতা এনামুল হক ওরফে আলাউদ্দিন জানান, তার ছেলে উপজেলার কল্যাণপুর এলাকার কথিত তছের পীরের অনুসারী ছিল। সম্প্রতি একটি মহল ঐ পীরের আস্তানা পুড়িয়ে দেয়। এর বিরুদ্ধে ফেসবুকে প্রতিবাদ চলিয়ে আসছিল সালাম। যার কারণে ঐমহলটি এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবী করেন।
এ ব্যাপারে বুধবার বেলা ৩টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মাহাবুব খান সালামের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে নেওয়া হলে এলাকাবাসী ও নিহতের স্বজনরা বিক্ষোভে ফেটে পড়ে। পরে তারা লাশ নিয়ে আমদহ গ্রাম থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আল্লারদর্গা বাজার প্রদিক্ষণ শেষে আমদহ গ্রামে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নিহত সালামের ভাই পাতা খান, রনি খান, লিপু খান ও জাকের পাটির নেতা আবুল কালাম লস্কর এবং কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, বক্তারা বলেন ভিডিও ফুটেজ আছে, মরহুমের জবানবন্দি আছে, প্রকুত দূষিদের চিহ্নিত করে বিচারের দাবী জানান। জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামীদের চিন্থিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি