খন্দকার জালাল উদ্দীন : দৌলতপুরে সন্ত্রাসী হামলায় নিহত দৌলতপুর উপজেলা যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম
জাতীয় যুব জোট দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।
১১ মে রাত ১১ঃ৩০ মিনিটের সময় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজার এলাকার মাষ্টার পাড়া মাসুদেও বাড়ির সামনে কতিপয় সন্ত্রাসী তাঁকে রামদা দিয়ে পেটে,হাতে ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
মুমূর্ষু অবস্থায় তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেনি। রাত ১ টার দিকে অধিক রক্ত ক্ষরণের কারণে সে মারা যায়। ছালাম নতুন আমদহ গ্রামের আলাউদ্দীনের একমাত্র ছেলে ও পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম দমসের আলির নাতী। সিসি ক্যামেরার ফুটেজে সন্ত্রাসীদের ছবি দেখে পুলিশ আসামী সনাক্তের প্রক্রিয়া চলছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তাঁর পরিবার সহ এলাকাবাসী ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি