খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের প্রাণ কেন্দ্র খন্দকার এম. একাডেমীতে ১৬ মে সোমবার সকাল ১১টায় বেক্সিমকো ফার্মার উদ্দোগে গ্রাম ডাক্তারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানে উপস্থিত ছিলেন বেক্সিমকো ফার্মার আর.এস.ই.এম.এম.সাজ্জাদ হোসেন, এ.এস.ই.আরিফুল ইসলাম, সিনিয়র মেডিকেল প্রমোশন নির্বাহী অফিসার,কুষ্টিয়া-জাহিদুল ইসলাম, মেডিকেল প্রমোশন নির্বাহী অফিসার হাবিবুর রহমান, মেডিকেল প্রমোশন নির্বাহী অফিসার নাঈম আলি, প্রশিক্ষণ দেন ফার্মাসিষ্ট ও.আর.এম.এস. সামাউল ইসলাম।
অনুষ্ঠানে গ্রাম ডাক্তার সভাপতি মো: সুমন আলি, ডা.মো: হাসিবুর রহমান, ডা. মো:গিয়াস উদ্দীন, ডা.খোকন, ডা.শরিফুল ইসলাম, ডা.তৌহিদুল ইসলাম আদম সহ ৩০জন উপস্থিত ছিলেন। বেক্সিমকো ফার্মার উদ্দোগে গ্রাম ডাক্তারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রথম স্থান অধিকার করেন ডা. হাসিবুর রহমান, তাকে বিশেষ উপহার ২ লি: বিশুদ্ধ সয়াবিন তেল প্রদান করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি