দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কনফারেন্স রুমে বৃহস্পতিবার সকাল ১০ টায় মাসিক আইন শৃংখলা চোরাচাল নিরোধ কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহামেদ মামুন। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়রম্যান মোঃ সাক্কির আহামেদ, সোনালী খাতুন আলেয়া, এমপির প্রতিনিধি আওয়ামীলীগ নেতা মোঃ টিপু নেওয়াজ, অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), বিজিব কোম্পানি কমান্ডার মোঃ আব্দুস সবুর, ওসি তদন্ত মোস্তাফা হাবীব উল্লাহ, ইউপি মোঃ আশরাফুল ইসলাম মুকুল, মোঃ মহিউল ইসলাম মহি, সিরাজ মন্ডল, নঈম উদদ্দিন সেন্টু, আব্দুল মান্নান, মোঃ জুলমত হোসেন, মোঃ আব্দুল বাকি, মোঃ মনোয়ার হোসেন মিন্টু, মোঃ খোয়াজ হোসেন, মোঃ হেলাল উদ্দীন, সভায় শিক্ষক, সাংবাদিক, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত পথে অবাধে ফেনসিডিল সহ মাদক আসায় উদ্বেগ প্রকাশ করা হয়।