খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের আয়ুব আলি ১৯ মে বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় গাইবান্ধা বিসিক এলাকায় মটরসাইকেল ও পিকআপ ভ্যান -এর মুখোমুখি সংঘর্ষে নিহত হন, (ইন্নালিললাহি—রাজিউন)। সে পাকুড়িয়া গ্রামের মৃত ফাকিল সর্দারের ছেলে। সে নাসির গ্লাসে চাকুরিরত ছিলেন। পাকুড়িয়া গ্রামে সন্ধ্যার পর স্থানীয় গোরস্থানে দাফান করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি