আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভুরকা পাড়া গ্রামের রহমত মণ্ডলের ছেলে ব্যবসায়ী শিহাবুল ইসলাম পাওনা টাকা চাইতে গেলে তার ওরে হামলা হয়েছে বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে এলাকাবাসী জানান, সেকেন্দার আলীর ছেলে হান্নানের কাছে শিহাবুল গত ১৭ তারিখ রাতে পাওনা টাকা চাইতে ভুরকা পাড়া বাজারে আসে। বাজারে মানুষের উপস্থিতে টাকা চাইলে হান্নান শিহাবুল কে মারপিট শুরু করে। আমরা বাজারে না থাকলে হয়তো হান্নানরা শিহাবুলকে আর গুরুত্ব জখম করে ফেলতো। তাই আমরা ঘটনা সঠিক তদন্ত করে বিচার দাবি করছি।
এ বিষয়ে শিহাবুল জানান, হান্নান প্রায় ১ বছর আগে হান্নান আমার কাছে ১৫ হাজার টাকা ধার নেই। আমি চাইলে সে বিভিন্ন সময় আমার কাছে সময় চাই। গত ১৭ তারিখ টাকা দেওয়ার কথা ছিল। হান্নান আমাকে টাকা নিতে ভুরকা বাজারে যেতে বলে সেখানে গেলে তারা পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালিয়ে আমাকে আহত করে এবং আমার কাছে থাকা ৫৬ হাজার টাকা সহ ছিনিয়ে নেন। আমি হান্নানের বিচার দাবি করছি।
এ বিষয়ে হান্নানের বাড়িতে গেলে তার বাড়িতে কাউকে পাওয়া যায় নাই।
এ বিষয়ে দৌলতপুর থানার এস আই প্রকাশ চন্দ্র জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি