আহসানুল হক দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউপি’র মাঝদিয়াড় কান্দির পাড়া গ্রামে রাস্তা নির্মান কাজে চরম অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।
জানাগেছে এলাকার মাঝদিয়াড় কান্দির পাড়া আরজেত হাজীর মোড় হতে কান্দির পাড়া ইউনুচ প্রামাণিকের বাড়ী পর্যন্ত ১ কিঃমিঃ রাস্তা অত্যন্ত খারাপ অবস্থায় ছিল, এলাকাবাসী এমপি সাহেবের কাছে আবেদন করলে রাস্তাটি ”প্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি)করণ” পাশ হয়। কাজটি এক (১) কিলো মিটার, কুষ্টিয়ার আরিফ নামে এক ঠিকাদার কাজটি পায়, বরাদ্দের পরিমান ৫৩,৭৯,৯০০/= (তিপান্ন লাখ উনআশি হাজার নয় শত) টাকা । ইতি মধ্যে কাজটি এলাকার জনৈক মিলন ও ৭নং ওর্য়াডের প্রদীপ মেম্বর কিনে নিয়ে নিম্ন মানের ৩নং ইট দিয়ে কাজ শুরু করেছে। এলাকাবাসী কাজে বাঁধা দিলে তারা নানা রকম অশি¬ল ভাষায় গালাগালি করছে এবং চাঁদা বাঁজির মামলা করবে বলে হুমকি প্রদান করছে। তারা দলীয় প্রভাব খাটিয়ে প্রকৌশলীকে ম্যানেজ করে নিম্নমানের ইট ও নাম মাত্র বালি দিয়ে অনিয়ম ও দূনীতির আশ্রয় নিয়ে কাজ করে সরকারী টাকা আত্বসাত করার চেষ্টা করছে। এলাকাবাসীর দাবী এ ভাবে কাজ করলে রাস্তা অল্প দিনের মধ্যে ভেঙ্গে-চুরে নষ্ট হয়ে যাবে। স্থানীয় সংবাদিকরা এলাকা ঘুরে অনিয়ম ও দূর্নীতির সত্যতা মিলেছে, তবে ঘটনা স্থলে টিকাদারকে দেখা যায়নি।
সাবেক মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক জানান, এলাকাবাসীর দাবী শতভাগ সত্য, নিম্ন মানের ইট ও বালি কম দিয়ে অনিয়ম করে রাস্তার কাজ করা হচ্ছে,এ কাজের তীব্র প্রতিবাদ জানায়। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করলেও কোন ব্যবস্থা করা হয়নি। কাজটি তদন্ত পূর্বক সিডিউল মোতাবেক হয়, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি