খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভুমি অফিসের আয়োজনে রবিবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। তিনি বলেন, সরকার ভুমি সংক্রান্ত কাজ সহজ ও দ্রুত সম্পাদনের লক্ষ্যে ডিজিটাল পদ্ধতি চালু করেছে। ফলে, মানুষ দ্রুত এই সেবা পাচ্ছে। এছাড়া প্রতিবছর ভুমি সেবা সপ্তাহ পালনের মাধ্যমে তাৎক্ষনিক সেবা প্রদান করায় মানুষের ভোগান্তি কমেছে।
সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) আফরোজ শাহিন খসরু, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন প্রমুখ। আলোচনা সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।