খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর চামনা গ্রাম নিবাসী দৈনিক জনকন্ঠ দৌলতপুর প্রতিনিধি ও আল্লারদর্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আনাম এর আব্বা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৭৫) ২৬ মে বৃহস্পতিবার বিকেল পাঁচ টার সময় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন।
মরহুমের জানাজা ২৭ মে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জাব্বার মরহুমের কফিনে পূস্প অর্পন করেন এবং তার নেতৃত্বে একদল চৌকশ পুলিশ বাহিনী তাকে রাষ্ট্রেীয় মর্যাদা, গার্ড অব অর্ণার প্রদান করেন।
এ সময় এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার আলি সহ সহকর্মী মুক্তি যোদ্ধারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে ইদ্রিস আলি বিশ্বাস মাদ্রাসা গোরস্থানে দাফন করা হয়। মরহুম আবুল কাশেম স্ত্রী ও এক মাত্র পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি