দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোসেনাবাদ বাজারে ৮জুন বুধবার সকাল অনুমানিক ৯ টার দিকে আকিজ বিড়ি ফ্যাক্টরি শ্রমিকরা সরকারকে ট্যাক্স-ভ্যাট ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরল ব্যবহার করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে আনন্দলোন শুরু করে। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য দৌলতপুর থানা পুলিশ শ্রমিকদের আন্দোলনে বাঁধা প্রদান করে, এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। শ্রমিকের ছোড়া ইটের আঘাতে জামিরুল নামে এক পুলিশ সদস্য আহত হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ এক রাউন্ড গুলি ছোড়ে।
শ্রমিকরা জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরির বর্তমান ম্যানেজার যোগদানের পর থেকে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে নকল টিকিট ও ব্যান্ডল ব্যবহার করে। আমাদের ধারণা আমাদের কোম্পানির মালিক ঠিকঠাক ব্যান্ডল দিলেও ম্যানেজারের যোগসাজশে নকল ব্যান্ডল ব্যবহার হচ্ছে। সরকার হারাচ্ছে টেক্স। আমরা বিষয়টা বুঝতে পারর পর বাঁধা প্রদান করলে ম্যানেজার গোপনে পুলিশ এনে শ্রমিকদের মারপিট করায়। তাই আমরা আমাদের মূল কথা তুলে ধরার জন্য রাস্তায় নেমেছি। শুধু কিছু অসাধু শ্রমিক না, হোসেনাবাদ আকিজ বিড়ি ফ্যাক্টরি ম্যানেজারই হচ্ছে মূল নকল বাজ, এছাড়াও মূল ব্যান্ডল কেটে ৫০ টি ব্যান্ডলকে ৮০ টি ব্যন্ডল করা হয়। তাই আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের কোম্পানীর মূল মালিক ও সরকারকে জানাতে চাই।
এ বিষয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, হোসেনাবাদ বাজার কমিটির সভাপতি মুতাছিম বিল্লাহ জানান, প্রতি বছর এই ধরনের মারামারি হয়ে থাকে ফ্যাক্টরিত। সাধারণ শ্রমিকেরা শুধু ক্ষতিগ্রস্ত হয় কিন্তু মূল যে ব্যক্তি সেই ধরাছোঁয়ার বাহিরে থেকে যায়। কম্পানির ম্যানেজার পলাশ ও আমিরুল এর যোগসাজশে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার নকল ব্যান্ডল মারা হয় বিড়িতে, ফলে লক্ষ লক্ষ টাকার টেক্স হারাচ্ছে সরকার। তাই আমার দাবি বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হোক।
এ বিষয়ে হোসেনাবাদ আকিজ বিড়ি ফ্যাক্টরী ম্যানেজারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে, ফ্যাক্টরি ভিতর থেকেও তিনি সাংবাদিকদের সাথে দেখা করেন না। ভেড়ামারা দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আরাফাত জানান, আমরা খবর পাই, পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসার জন্য তিন জনকে আটক করেছি।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি