খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৭০ নং দৌলতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ খান নুন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা ছিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার সাজিবুল হক,সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহিদুন নাহার।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকার সূধি মন্ডলী,স্কুলের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
ফিরোজ খান নুন দৌলতখালী গ্রামের সন্তান, তিনি ১৯৮৯ সালের ১৮ ফেব্র“য়ারি ৭০ নং দৌলতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন,তিনি শিক্ষক সংগঠনের সভাপতির দ্বায়ীত্ব নিষ্ঠার সাথে পালন করেন। তার ছাত্র দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত আছেন। এ সময় তার শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন,শিক্ষা অফিসার সাইদা ছিদ্দিকা,সহকারী শিক্ষা অফিসার সাজিবুল হক, পরিচালনা কমিটির সভাপতি সাহিদুন নাহার,সহকারী শিক্ষক হালিমা খাতুন প্রমূখ।