দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদরের কোর্ট চত্ত্বরে বিল্ডিং এ অবস্থিত সব রেজিষ্ট্রি অফিসে কতিপয় চিহ্নিত দলিল লেখক- মোঃ নূরুজ্জামান, বিল্লাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন দলিল লেখক সমিতির নামে করে দীর্ঘদিন থেকে চাঁদাবাজী করে আসছে। এর প্রেক্ষিতে ইতি পূর্বেও উপজেলা বাজার কমিটি সহ স্থানীয় নেতৃবৃন্দ দলিল প্রতি বারতি চাঁদা বাজী বন্ধের দাবী করে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভন্নি দপ্তরে ব্যবস্থা গ্রহনের লক্ষে লিখিত অভিযোগ করে কোন কার্যকর ব্যাবস্থা গ্রহন না করায়। কতিপয় ঐ সব ব্যাক্তিরা চাঁদাবাজী অব্যহত গতিতে চালিয়ে যাওয়ায় দৌলতপুর উপজেলা বাজার কমিটির সভাপতি মোঃ কাজিমুদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার বেলা ১১ টায় বাজার কমিটির অন্যান্য সদস্য স্থানীয় নেতৃবৃন্দ সহ চাঁদা বাজ চক্রের নেতা মোঃ নুরুজ্জমান, বিল্লাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন সহ অন্যান্য ঐ চক্রের উপর লাঠিসোটা নিয়ে চাড়াও হয় এবং শেষে সাবরেজিষ্ট্রি চাঁদাবাজীর বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। সাবরেজিষ্টার অফিস কোট চত্বর ও উপজেলা বাজার প্রদক্ষিন শেষে এক সমাবেশ মিলিত হয় । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। উল্লেখ্য সাবরেজিষ্টর অফিসের দূর্নিতিবাজ হেডক্লার্ক জান্নাতুল ফৌরদৌস মুন্নি উক্ত অফিসে দূর্নিতির অতিরিক্ত টাকা আদায় করে আসায় এলকাবাসীর অভিযোগে সম্প্রতি কুষ্টিয়া দূর্নিতি দমন বিভাগের কর্মকর্তারা সাবরেজিষ্ট্রি অফিসে সাড়াশী অভিযান চালিয়ে মুন্নির দূর্নিতির মাধ্যমে আদায়কৃত প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকা সহ দুদকের হতে ধরাপড়ে দীর্ঘদিন আটক থাকার জামিনে চাকুরিতে বহাল থেকে আবারও দূর্নিতি শুরু করায়, তার অপসারন সহ সাবরেজিষ্ট্রি চাঁদা বাজী বন্ধের দাবী জানায় সচেতন মহল উক্ত অফিসে দুদকের অভিযান অব্যহত রাখার দাবী সহ মুন্নির শাস্তি দাবী করেছে।