দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পুড়া সোলুয়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে রুহুল আমিনের বাড়িতে রবিবার দিনগত রাত অনুমানিক ১২ টার দিকে পূর্ব শত্রুতার জেরে বোমা হামলা হয়েছে বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসী জানান আমরা নিজ নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ বোমের আওয়াজ শুনতে পাই। পরে বুঝতে পারি রুহুলের বাড়িতে বোমা হামলা হয়েছে। সঠিক তদন্ত করে আসামীদের আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে রুহুল আমিন জানান, রবিবার দুপুরে আমার বাঁশের কুড়া কেটে দেয় ইউনিয়ন বি এন পি’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মেম্বারের লোকজন, আমি বাধা দিলে আমাকে খুন জখমের হুমকি দেয় জাহাঙ্গীর মেম্বার, আলমগীর, লিটন, সোহেল, মিরাজুল সহ তাদের লোকজন এবং আমাকে বাড়িতে না পেয়ে আমার পরিবারের লোকজনকে গালাগালি করে চলে যায়। পরে তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে রাতে বোমা হামলা চালায়। তাদের অত্যাচারে গ্রামের অনেক মানুষ ঘরবাড়ি ছাড়া, খোঁজ নিলে তথ্য পাওয়া যাবে। এ বিষয়ে জাহাঙ্গীর মেম্বারের ভাই সোহেল জানান, আমরা এ বিষয়ে কিছু জানিনা, হঠাৎ বোমের আওয়াজ শুনে আমরা বাড়ি থেকে বের হয়ে দেখি আওয়াজ টা রুহুলের বাড়ির দিকে, পরে আমরা নিজ নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ি। তবে এটা কোন দলীয় কোন ঘটনা না। পারিবারিক শত্র“তাকে এমন ঘটনায় রূপান্তরিত করা হচ্ছে। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের এস আই জামাল ঘটনা স্থান পরিদর্শন করেন। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জবীদ হাচান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি