দৌলতপুর প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুরে বাল্য প্রতিরোধের অংশ হিসাবে নিকাহ্ রেজিষ্টার তথা কাজিদের বাল্যবিবাহ রেজিষ্টি না করার জন্য সতর্ক করলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার। তিনি কাজি ও ইমামদের উদ্দেশ্যে আরো বলেন, বিবাহ রেজিষ্টির দুই বছরের মধ্যেও যদি কোন অভিযোগ আসে যে, সেটা বাল্য বিয়ে ছিল। তবে, ঐ নিকাহ্ রেজিষ্টার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে নিকাহ রেজিষ্টার, মসজিদের ইমাম, জনপ্রতিনিধিদের সমন্বয়ে মত বিনিময় সভায় ইউএনও আব্দুল জব্বার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। তিনি বলেন, বাল্যবিয়ে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যে কোন মুল্যে আমরা দৌলতপুর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা হিসাবে গড়তে চাই। তাই বাল্যবিয়ে প্রতিরোধে কাজি, ইমাম সহ সকলকে একসাথে কাজ করতে হবে। মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা প্রমুখ। মতবিনিময় সভায় সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, নিকাহ্ রেজিষ্টার ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি