দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুটি করাতকলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। দুটি করাত কল থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার সেন্টার মোড় এলাকায় পাশাপাশি দুটি করাত কলে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল জব্বার। ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, করাত কল লাইসেন্স বিধিমালার ৩ (১) ধারা লংঘনের দায়ে ধারা ১২ অনুযায়ী দুটি করাত কলের মালিকের ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা বন কর্মকর্তা ও থানা পুলিশ ভ্রাম্যমান আদালত কে সহায়তা করেন।