মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বনায়ন প্রকল্পের আওতায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটিবি) উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টার সময় আদাবাড়িয়া-মশাউড়া ২ কিলোমিটার সড়কে বনজ ও ঔষধী জাতের চারাগাছ রোপণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর বনবিভাগের কর্মকর্তা গোলাম কবির, ব্রিটিশ আমেরিকান টোবাকো আল্লারদর্গা লীফ রিজিওনের এরিয়া লিফ ম্যানেজার মারিয়া কিবতিয়া, অ্যাসিস্ট্যান্ট লিফ অফিসার চন্দ্রশেখর ভৌমিক, অ্যাসিস্ট্যান্ট লিফ অফিসার নাজমুল হোসেন সহ এলাকাবাসী। অপর দিকে সোমবার উপজেলার বড়গাংদিয়া গ্রামীন ব্যাংক শাখার মহিলা গ্রাহকদের মাঝে বিএটিবির কর্মকর্তারা ৫ হাজার চারা বিতরন করেছেন। ১৯৮০ সাল থেকে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানী সারা বাংলাদেশে বৃক্ষরোপণ ও চারা বিতরন করে আসছে। ২০২২ সালে ব্রিটিশ আমেরিকান টোবাকো আল্লারদর্গা লীফ রিজিওনের উদ্যোগে ৩ লক্ষ ৬০ হাজার চারা রোপণ ও বিতরন করার পরিকল্পনা রয়েছে। রোপণ ও বিতরনকৃত জাতের মধ্যে রয়েছে, বকাই নিম, দেশী নিম, হরিতকি ,বহেরা ,অর্জুন,মেহগনি, রেইনট্রি, আকাশমনি সহ বিভিন্ন বনজ ও ঔষুধী গাছ। এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি