খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরদিয়াড় গ্রামে ২১জুন সময় ম্ঙ্গলবার বিকাল ৪ টার সময় চরদিয়ার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিন জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি ভাগাভাগি নিয়ে আইয়ুব আলী (মাস্টার )এর সাথে হাসান আলী মেম্বার এর কথা কাটাকাটি হয়। পরে হাসান আলী মেম্বার একপর্যায়ে উত্তেজিত হয়ে লাঠিসোটা রড দিয়ে হাসান আলী (মেম্বার)সহ মালেক হোসেন, শহিদুল ইসলাম, কেরামত মালিথা, ইয়াদুল আলী, সাহাবুল ইসলাম, রবিউল ইসলাম, একরামুল (ইকা),তারিখ হোসেন সহ পাঁচ ছয় জন অতর্কিতভাবে আইয়ুব আলী (মাস্টার )কে মারতে থাকে। পরে ইউনুস আলী একরামুল হক ঠেকাতে আসলে তাদের কেউ এলোপাতাড়ি ভাবে মারতে থাকে, একপর্যায়ে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে প্রেরণ করে তাদের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যাক্তিরা হলেন, মোঃ আইয়ুব আলী (মাস্টার)(৫০),পিতা মৃত ইয়াকুব তাগাতগিরী, মোঃ ইউনুস আলী,(৪৫) পিতা-মৃত ইউসুফ তাগাতগিরী, মোঃ একরামুল হক (৪০)পিতা-মৃত ইউসুফ তাগাতগিরী।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি