দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
সকালে উপজেলা আওয়মীলীগের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একটি আনন্দ র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে নেতুত্ব দেন, সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্ এবং উপজেলা চেয়ারম্যান এজাজ আহমে মামুন। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরওয়ার জাহান বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এজাজ আহমেদ মামুন। আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু, সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন, টিপু নেওয়াজ, তোহিদুল ইসলাম সর্দার, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু, প্রকৌশলী আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, সাদিকুজ্জামান সুমন, আব্দুল মান্নান, আবু ইউসুফ লালু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি