দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন শ্রেনীর ছাত্রীর যৌন হয়রানির অভিযোগে দপ্তরি ওবায়দুল ইসলাম খোকন কে আটক করছে দৌলতপুর থানা পুলিশ।
এলাকাবাসী জানান খোকন প্রায় দশ বছর যাবৎ এই বিদ্যালয়ে চাকুরী করছে। প্রতি বছর কোন না কোন ছাত্রীর সাথে সে খারাপ কিছু ঘটায়। স্কুল কর্তৃপক্ষকে জানালে তারা হাতে পায়ে ধরে মিমাংসা করে দেয়। কারন খোকন স্থানীয় চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার এর লোক, সেই ভয়ে কেউ বেশী কিছু করতে পারেনা। চেয়ারম্যান এর আশ্রয় প্রশ্রয় পাওয়ার কারনে খোকন কাউকে কিছু মনে করেনা। গত বৃহস্পতিবার পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে যৌনপিড়ন করেন। স্কুলছাত্রী বিষয়টা তার পিতা-মাতা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জানালে ঠিক আগের মতই বিদ্যালয় বসে সমাধানের চেষ্টা করে। এলাকাবাসী যৌনপিড়নের ঘটনায় এই ধরনের সমাধান চায় না। তাই আইনের কাছে বিষয়টি তদন্ত করে সঠিক বিচার দাবি করছে।
স্কুলছাত্রীর পিতা-মাতা জানান, হঠাৎ বৃহস্পতিবার স্কুল থেকে গিয়ে আমার মেয়ে আমাকে বলছে, আমি আর ওই বিদ্যালয়ে যাব না। কেমন যাবে না এমন প্রশ্নের উত্তরে মেয়ে জানাই আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়, আমি ঐ স্কুলে যাব না। বিষয়টি আমরা স্কুল কর্তৃপক্ষ তা জানালে কর্তৃপক্ষ প্রতিবারের ন্যায় এবারও বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তাই আমরা আইনি সহযোগিতা চাচ্ছি। বিষয়টি তদন্ত করে সঠিক বিচার দাবি করছি খোকনের।
দপ্তরী খোকন জানান ,আমরা পাঁচ বছর ছেলে মেয়েদের মানুষ করি, আমাদের কি একটু গায়ে হাত দেয়ার অধিকার নাই। আমি তো অন্য কোথাও হাত দেয় নাই, একটু ঘাড়ে আর কানে হাত দিয়ে শাসন করার জন্য। আমার বিরুদ্ধে যে অভিযোগ তা রাজনৈতিক ভাবে করা হয়েছে। পূর্বে ও আমাকে রাজনৈতিক ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন জানান, পূর্বে এই ধরনের ঘটনা ৫ বার ঘটেছে। আশরাফুজ্জামান মুকুল চেয়ারম্যান মিমাংসা করে দিয়েছে। ছাত্রীর যৌন হয়রানির ঘটনা মিমাংশা করা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক জানান, চেয়ারম্যান ও স্থানীয় লোকজন করলে তো আমার কিছু করার থাকে না। প্রাগপুর ইউনিয়ন চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করে কোন বক্তব্যো পাওয়া যায় নাই। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, স্কুল ছাত্রীর যৌনপিড়নের ঘটনায় খোকন নামে এক দপ্তরীকে আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন।