দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের বয়েন মার্কেটের সামনে রাস্তার খাদে ধানের বিচিলী বোঝায় লছিমন উল্টে চালকসহ দু’জন আহত হয়েছে।
জানাগেছে ২৭ জুন সোমবার সকাল ১১টার দিকে এলাকার আল্লারদর্গা বাজারে পানি জমে থাকা খাদে ধানের বিচিলী বোঝা লছিম উল্টে চলমান ভ্যানের উপর পড়ে, এতে ভান চালক সাহাব উদ্দীন (৩০) ও লছিমন চালক ফরিদ উদ্দীন (৩৫) আহত হয়, ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।
উল্লেখ্য পানি নিস্কাশনের জন্য ২০১৩ সালে প্রায় ১ কি: মি: ড়্রনে নির্মানের জন্য বরাদ্দ হয় প্রায় ১ কোটি টাকা, কাজ শেষ না করে চলে যায় ঠিকাদার, পরে দফায় দফায় ৩ বারে ৩ কোটি টাকা বরাদ্দ হলেও আলোর মূখ দেখেনি ড্রেনেজ ব্যাবস্থা। রাস্তার দু’ধারে দোকানীরা উঁচু করে বেঁধে রাখার কারণে ড্রেন কোন কাজে আসছে না। কোথাও কোথাও ড্রেনের উপর অবৈধ স্থাপনা গড়ে উঠার কারণে ড্রেন হারিয়ে গেছে মাটির নীচে, এ ছাড়া ড্রেনটি দ্বারা পানি প্রবাহের কোন পথ অদ্যবধি নির্মান হয়নি। ফলে রাস্তা ভেঙ্গে গভীর খাদে পরিণত হয়েছে। এ খাদে প্রতি নিয়ত দূর্ঘটনা ঘটে চলেছে।