খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি স্কুল পাড়া গ্রামের মৃত দেল মাহমুদের ছেলে ভ্যান গাড়ি ব্যবসায়ী আমিরুল ইসলাম কে প্রতিবেশী মৃত আবুল গনির ছেলে মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি ৩০ জুন বৃহস্পতিবার সকালে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। আমিরুল ইসলাম এর স্ত্রী জানাই, আমার স্বাামী হাটে ভ্যান গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পাশে একটি মাচাতে বসা ছিল। এ সময় হঠাৎ মনি ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে আহত করে। আমার স্বাামীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আমার স্বাামীকে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করে। সে এখন বর্তমানে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনার তদন্ত করে সঠিক বিচার দাবি করছি। এ বিষয়ে আমিরুল ইসলাম জানান, তাদের সাথে পূর্ব কোন শত্রুতা আমার নাই, সে মাদকের ব্যবসা করে, আমাকে হয়ত এ ব্যাপারে সন্দেহ করে, হঠাৎ করে কেন আমার উপর আক্রমন করে। আমি কিছুই বুঝতে পারছিনা। আমি ঘটনাস্থল থেকে দৌড়ে না পালালে হয়তো আমাকে মেরে ফেলত। ঘটনাস্থলে আমার কাছে থাকা ৭০ হাজার টাকা সিনিয়ে নিয়েছে মনি। আমি ঘটনার তদন্ত করে বিচার দাবি করছি। আমি দৌলতপুর থানায় একটি লিখিত এজাহার দিয়েছি।
এ বিষয়ে এজাহার তদন্তকারী অফিসার এস আই সাজু মহোন জানান, এজাহার পেয়ে মনিরুল ইসলাম কে আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন।