খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে জোর পূর্বক মৃত রছুল মন্ডলের ছেলে মালেক এর আবাদি জমির পাট ও মরিচ কেটে দিয়েছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।
মালেক ও তার ছেলে জানান, আমাদের পৈতৃক সম্পত্তি কুদ্দুস ও তার লোকজন জোর করে দখল করে রেখেছিল। আমরা রায় পাওয়ার পরে থেকে আমরা আবাদ করি, বিষয়টি গ্রমের লোক জানে। গত বৃহস্পতিবার সকালে কুদ্দুস ও তার লোকজন জমিতে উপস্থিত হয়ে জোর পূর্বক আমার আবাদি জমির পাট ও মরিচ কেটে দিয়েছে। আমি তদন্ত পূর্বক ক্ষতি পূরণ সহ সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
এলাকাবাসী জানান, আবাদি ঐ জমি মালেকের বাবার ছিল। একই এলাকার সুলতান এর ছেলে কুদ্দুস জমি ক্রয় করেছে বলে পেশি শক্তির বলে দীর্ঘ দিন দখল করে রেখেছে। ফলে মালেক মামলা করে এবং রায় পায় দুই বছর যাবৎ মালেকের পরিবারের লোকজন জমি আবাদ করছে। হঠাৎ গত ৩০ তারিখ বৃহস্পতিবার সকালে আবাদি জমির সকল পাট ও মরিচ গাছ কেটে দিয়েছে। বিষয়টি দুঃখজনক আমরা চাই সঠিক তদন্ত করে বিচার হোক। এ বিষয়ে আব্দুল কুদ্দুস জানান, জমি আমার ক্রয় করা আবাদ ও আমি করেছি , আমিও চাই তদন্ত করে সঠিক বিচার,হোক।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি