খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার ভেড়ামারায় জমি জায়গা সংক্রান্ত বিরোধীদের জের ধরে আপন ভাই ভাইয়ের ছেলে ও বোনজামায়ের বিরুদ্ধে মিথ্যা ডাকাতির অভিযোগ সাজিয়ে থানায় মিথ্যা মামলা দেওয়ার পাঁয়তারা করছে কালু নামের এক ব্যক্তি। উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সরজমিনে তদন্তের জন্য সংবাদকর্মীরা পাটুয়াকান্দি গ্রামে গেলে স্থানীয়রা জানায়, কালু তার আপন বোন রেজিয়া খাতুনের জমিতে জোর করে বিল্ডিং বাড়ি নির্মান করছে। বাড়ি তৈরীর কাজে বাঁধা দিলে কালু ও তার বাড়ির লোকজন রেজিয়ার স্বামী জালেপ মন্ডল ও তার ছেলে রবিনকে মারধর করে এবং কালু তার বউকে আহত সাজিয়ে হাসপাতালে ভর্তি করে। এতেও ক্ষান্ত হয়নি কালু, গত বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে ডাকাতি হয়েছে বলে নাটক সাজিয়ে তার আপন ভাই রাজ্জাক, ভাইয়ের ছেলে লিজল, ভগ্নিপতি জালেপ ও ভাগ্নি রবিন ও যতনকে আসামি করে ভেড়ামারা থানায় মিথ্যা ডাকাতির অভিযোগ দায়ের করেছে। সাজানো এই ডাকাতির ঘটনাটি সুস্থ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই গ্রামের বাসিন্দারা। এ বিষয়ে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক এস আই বাসার জানান, এরকম একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি