দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ভাইয়ে ভাইয়ে বিরোধের মিমাংসা করা হবে বলে মিথ্যার আশ্রয় নিয়ে, থানায় ডেকে এনে প্রবীণ সাংবাদিক এম মামুন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টায় দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই অরুন অপর ভাই দ্বারা প্রভাবিত হয়ে, মিথ্যা কথা বলে থানায় ডেকে নিয়ে দৌলতপুর প্রেসক্লাবের উপদেষ্টা, সাবেক সভাপতি দৈনিক সংবাদের দৌলতপুর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম মামুন রেজাকে গ্রেফতার করে থানা হাজতে নেয়। পুলিশের এমন অনৈতিক ও অমানবিক কর্মকান্ডে দৌলতপুর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
সাংবাদিক মামুন রেজার পরিবার সূত্র জানিয়েছে, গত ১লা জুলাই শুক্রবার উপজেলার তারাগুনিয়া বাজারে নিজ জমিতে ব্যবসা প্রতিষ্ঠানের ঘর নির্মাণ নিয়ে ছোটভাই এনামুল হকের সাথে বিরোধ ও কথা কাটাকাটি হয়। এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে গত ৩ জুলাই রবিবার দৌলতপুর থানায় সাংবাদিক মামুন রেজাসহ আপন দুই ভাইয়ের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দৌলতপুর থানা পুলিশ অভিযোগটি সুষ্ঠ তদন্ত না করে মামলা হিসেবে গন্য করেন যার মামলা নং ৩। তবে মামলার বিষয়টি সাংবাদিক মামুন রেজা অবগত না হওয়ায় কারণে দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই অরুন,ভাইয়ে ভাইয়ে বিরোধের ঘটনাটি মিমাংসা করা হবে বলে দৌলতপুর থানায় ডাকেন। সাংবাদিক মামুন রেজা তার ছোট ভাই প্রজাকে সঙ্গে নিয়ে দৌলতপুর থানায় হাজির হলে এসআই অরুন তাদের সাথে রুঢ় ও অশালীন আচরণ করেন এবং তাদের গ্রেফতার করে থানা হাজতে নেন। এ ঘটনা জানার পর দৌলতপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী দৌলতপুর থানায় গিয়ে প্রবীন সাংবাদিক মামুন রেজাকে থানায় ডেকে এনে গ্রেফতারের বিষয়টি জানতে চাইলে তারা মামলার আসামি বলে বিষয়টি এড়িয়ে যান দৌলতপুর থানা ওসি এস এম জাবীদ হাসান।
থানায় ডেকে নিয়ে সাংবাদিক মামুন রেজাকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এস আই অরুন বলেন, ছোট ভাইয়ের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এমন ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশও করেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি