জান্নাতুল ফেরদৌস জুথি : সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়ার দৌলতপুরের সর্বস্তরের গণমাধ্যম কর্মী। শনিবার সকাল ১০ টায় দৌলতপুর থানার সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে দৌলতপুর দৌলতপুর প্রেস ক্লাব (ডিপিসি)।
দৌলতপুর প্রেস ক্লাব (ডিপিসি)’র সভাপতি সাচ্চু’র সভাপতিত্বে ২ ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন,দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আহমেদ রাজু, দপ্তর সম্পাদক সাইদুল আনাম, আহাদ আলি নয়ন,শাহিন রেজা, ফিরোজ কায়সার, মারুফা ইয়াসমিন সূরভী, সোহানুর রহমান সিপন, আকরাম হোসেনসহ মানব বন্ধনে শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। বক্তরা অবিলম্বে সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচন করে হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। একই জেলার বিভিন্ন গণমাধ্যম সংগঠনের কর্মসূচীর সাথে একাত্ম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ৩ রা জুলাই রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। নিখোঁজের ৪ দিন পর ৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে গড়াই নদী থেকে সাংবাদিক রুবেলে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।