দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাছ হাটে সরকারী জমি দখল করে দোকান ঘর নির্মান করছে কুক্ষাত মাদক ব্যবসায়ী মৃত দিদার কারীগরের ছেলে আফ্ফান কারিগর।
মাদক ব্যবসায়ী আফ্ফান কারীগর (৫০) ইউএনও কে টেক্কা দিয়ে রাতারাতি সরকারি জমির ওপর পাকা দোকান পাট তৈরি করছে বলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফান কারিগরের বাড়ী মহিষকুন্ডি মাঠ পাড়া গ্রামে, ইতি পূর্বে সে ঘর নির্মান করলে উপজেলা নির্বাহী অফিসার ঘরটি ভেঙ্গে দেন। সাধারণ মানুষ জানতে চাই আফান কারিগর এর শক্তির উৎস কোথায়? সে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখায়ে ঈদের ছুটির মধ্যে সরকারী অফিস বন্ধ বলে তড়িঘড়ি করে ঘর বানাতে শুরু করেছে,তার হাত কি ইউএনও এর চেয়ে অনেক লম্বা ? দুই বার বাঁধা দেওয়ার পর আবার দোকান তৈরি হচ্ছে দেখে সাধারণ মানুষ হতবাক, আফান কারিগর এর শক্তির রহস্য কি নাকি আইনের চেয়ে তার হাত অনেক লম্বা। নাকি টাকার কাছে আইন বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ জানতে চাই, মহিষকুন্ডি মাছ হাটে মাছবিক্রি করা জায়গা দখল করে পাকা ঘর নির্মান কে এই আফ্ফান তার এ শক্তির উৎস কি ? বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করা হল।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি