দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়ায় ১৩ জুলাই বুধবার সকাল ১১ টায় ফয়জুল উলুম কওমী মাদ্রাসার মরহুম আব্দুল হালিম লালন ছাত্রবাসের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দানবীর সমাজ সেবক আলহাজ্ব বশির আহাম্মেদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহাম্মেদ মামুন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, খলিশাকুন্ডি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোফাজ্জেল হক, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহিউল ইসলাম মহি, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম(শাহীন), আশিষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুজ্জামান (মজনু)। উল্লেখ্য ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব বশির আহাম্মেদ এর ব্যক্তিগত তহবিল থেকে ৩০ লক্ষ টাকা ব্যায়ে এ মাদ্রাসা ভবনের উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগন,শিক্ষক,সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।