খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার থানা বাজারে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাই হয়েছে বলে জানাই এলাকাবাসী।
মাছ ব্যবসায়ী বোয়ালীয়া উত্তর পাড়া গ্রামের খইমদ্দিনের ছেলে আকলিম বলেন সোমবার দৌলতপুর থানার সামনে সাপ্তাহিক হাট বসে, সেই হাটে দীর্ঘ দিন যাবত মাছ বিক্রয় করে আসছি। সোমবারে মাছ বিক্রয় শেষে সন্ধ্যার পরে বাড়ি ফিরার জন্য বাজার থেকে দৌলতপুর হাসপাতাল পার হয়ে শিতলাই পাড়ার যাওয়ার মোড়ে পৌঁছালে, দৌলতপুর বাজারের দিক থেকে মোটরসাইকেল যোগে দুই জন ব্যক্তি আমার গতিরোধ করে, জোর পূর্বক আমার কাছে থাকা ৮ হাজার টাকা ছিনতাই করে চলে যায়। আমি জীবন বাঁচিয়ে তড়িঘড়ি করে সেখান থেকে চলে আসি। আমি গরিব মানুষ আমার ব্যবসার মূল পুঁজি ছিনতাই হয়ে গেছে। আমি তদন্ত করে প্রশাসনের কাছে ছিনতাই কারীদের বিচার চাই।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জাবীদ হাসান বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নাই। অভিযোগ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।