দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষক সমিতির উদ্যোগে বিভিন্ন দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। কৃষি নির্ভর সার বীজ, কীটনাশক সহ বিভিন্ন পণ্যেও মূল্য হ্রাস এর দাবিতে ২০ জুলাই বুধবার সকাল ১০ টাই উপজেলার সরকারী পাইলট মাঃ বিঃ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেট মজিবুর রহমান, জেলা ওয়ার্কাস পাটির সভাপতি কমঃ ফজলুল হক বুলবুল, সাধারণ সম্পাদক হাফিজ সরকার,তোফাজ্জল হোসেন মাষ্টার, আমিনুল হক, কৃষক নেতা গুজরুত মোল্লা, উপজেলা কৃষক সমিতির সভাপতি ইস্রানুল হক, সাধারন সম্পাদক লৎফুল হক পাপ্পানা, যুবমৈত্রীর উপজেলা সভাপতি মজনু ও সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, ওহিদুল ইসলাম, আতিকুর রহমান মিঠু প্রমুখ। বক্তারা কৃষি নির্ভর সার বীজ, কীটনাশক সহ বিভিন্ন পণ্যের মূল্য হ্রাস এর দাবি করেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি