দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ দৌলতপুর ইউনিয়নের পচামাদিয়া গ্রামের ইব্রাহিম আলীর স্ত্রী জামেনা খাতুন প্রতিবন্ধী না হয়েও ৭ বছর ধরে প্রতিবন্ধী ভাতা উত্তোলন করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে উপজেলা চেয়ারম্যানের অফিস সহকারী ওসমান আলী প্রভাব খাটিয়ে ২০১৬ সালে তার মা জামেনা খাতুনের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড করেন। অথচ জামেনা খাতুনের প্রতিবন্ধী সনদ নেই, এমনকি তিনি কি ধরণের প্রতিবন্ধী তা তার কার্ডে সনাক্ত করা নেই। অথচ ২০১৫ সালের জুলাই থেকে অদ্যবধি তিনি প্রতিবন্ধী ভাতা ভোগ করে আসছেন।
এলাকাবাসী জানায়, ওসমান আলী উপজেলা চেয়ারম্যানের অফিস সহকারী হলেও তিনি ইউএনও সাহেবের কিছু দায়িত্ব পালন করেন। এই সুবাদে তিনি এলাকায় সহ বিভিন্ন দপ্তরে প্রভার খাটিয়ে নানা ধরণের সুবিধা গ্রহণ করে আসছেন। তারই প্রমাণ তার মা প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী সেজে সরকারী ভাতা ভোগ করছেন। তাছাড়া জামেনা খাতুনের দুই ছেলে সরকারী চাকুরী করেন। তিনি সচ্ছল হয়েও কিভাবে অসচ্ছল হিসাবে প্রতিবন্ধী ভাতা গ্রহণ করছেন তা নিয়ে এলাকায় গুঞ্জন রয়েছে।
এ ব্যাপারে ওসমান আলীর সাথে কথা বলার চেষ্টা করা হলেও তার সেলফেন বন্ধ পাওয়া গেছে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমান বলেন, তিনি এখানে আসার অনেক আগে কার্ডটি করা হয়েছে। কি ক্রাইটেরিয়ায় কার্ডটি দেয়া তাও তিনি জানেন না। তবে, অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি