দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর বাজারের ব্যাবসায়ী শফিকের মুদি দোকানে বুধবার দিবাগত গভীর রাতে দোকানের গ্রীলের তালা ভেঙ্গে সংবদ্ধ চোর ভিতরে প্রবেশ করে নগদ ১লক্ষ টাকা, টিভি সহ অন্যান্য জিনিস পত্র চুরি করে। এর এক সপ্তাহ আগে গত বুধবার ২০ জুলাই বাজারের বিশিষ্ট ঔষধ ব্যাবসায়ী সুমনের ঔষধের দোকানে, সুমন মেডিক্যালে থাকলে প্রকাশ্য দুপুর সোয়া ৩টার দিকে দোকানের টিন কেটে ভিতরে প্রবেশ কওে, মেশিন কেনার জন্য রাখা নগদ ৫ লক্ষ ৬৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যপারে ঐ দিনিই দৌলতপুর থানায় এজাহার দায়ের করা হয়। এদিকে বৃহস্পতিবার দুপুরে, মথুরাপুর বাজারে একের পর এক চুরির ঘটনায় উদ্দেগ প্রকাশ করে বাজার কমিটির সভাপতি এমপির প্রতিনিধি টিপু নেওয়াজের সভঅপতিত্বের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জরুরি ভাবে চুরি,মাদক ব্যবসায়ীরে তৎপরতা বৃদ্ধিসহ নানা অপকর্মের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।